Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ০৯:৪৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৪:১২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ‘জুলাই সনদ স্বাক্ষর’ অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঐকমত্য কমিশন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায়, দলটি জানিয়েছে—তারা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে।

শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না; এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা বারবার বলেছি, আইনি ভিত্তি ছাড়া এমন উদ্যোগ কার্যকর হবে না।’

তিনি আরও বলেন, ‘আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে এ ধরনের অনুষ্ঠান জুলাই ঘোষণাপত্রের মতো একপাক্ষিক দলিলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সময় বাড়ানোয় আমরা কমিশনের পরবর্তী আলোচনায় অংশ নিয়ে আমাদের অবস্থান তুলে ধরব।’

বিজ্ঞাপন

বিবৃতিতে এনসিপি জানায়, দাবি পূরণ ও আইনি ভিত্তি নিশ্চিত হলে তারা ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর