ঢাকা: রাজধানীর দক্ষিনখান কসাইবাড়ি এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক মারা গেছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে কসাইবাড়ি রেলগেটের পাশে ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলের পথচারী মো. শিপন মিয়া জানান, সকালেই রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় টঙ্গী গামী একটি ট্রেন তার সঙ্গে ধাক্কা দেয়। প্রথমে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে পাঠানো হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবককে দুপুড়ের দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।