Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কার্গো ভিলেজের আগুন নীলনকশার অংশ’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। ছবি: সারাবাংলা

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ও অর্থনীতিকে অচল করার নীলনকশার অংশ বলে দাবি করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা জরুরি। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে তা সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়া ব্যবসায়ীদের ক্ষতি পূরণের ব্যবস্থা এবং আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করার দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্যই ভস্মীভূত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সংগঠনটি অভিযোগ করেছে, অগ্নিকাণ্ডের পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়।

ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর