ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে অজ্ঞাত (২৫) বছরের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি সায়দাবাদ ভিসার গলির ফারুক আহমেদের নির্মাণাধীন বাড়ি থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরদার জানান, নিহতের গলায় টিশার্টের ছেঁড়া টুকরো ও দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহের শরীর কিছুটা পঁচে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
এসআই আরও জানান, পুলিশ নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। নিহত যুবকের পরনে ছিল হালকা গোলাপি হাফ হাতা গেঞ্জি ও কালো টিশার্ট।