Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় ব্রয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১২:২৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৪:১৮

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জের বিসিকে এম.এস. ডাইং, পিন্টিং এন্ড ফিনিশিং নামে একটি কারখানায় ব্রয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

দগ্ধরা জানান, সকালে তারা কারখানার নিচ তলার ব্রয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে তাদের শরীর ঝলসে যায়। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর