Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসক্লাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে অর্ধশত শিক্ষক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৬:২৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:১১

পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়েছেন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল চলাকালীন পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

আহতদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম (৫৫), ওসমান গনে (৩৫), আব্দুল জলিল (৪৫), মাসুদ আলম (৬০), আহমদ আলী (৪৫) সহ অনেকে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত শিক্ষকরা জানান, তারা ১৭ দিন ধরে জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, আহত প্রায় অর্ধশত শিক্ষককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, শিক্ষকরা সচিবালয়ের ব্যারিগেট ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং ধস্তাধস্তির পর পরিস্থিতি শান্ত হয়।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর