Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষকদের সড়কে অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২০:২৩

যমুনার উদ্দেশে যাত্রা শুরু করা শিক্ষকরা পুলিশের বাধায় সড়কে বসে পড়েছেন। ছবি: সারাবাংলা

ঢাকা: স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনার উদ্দেশে যাত্রা শুরু করা শিক্ষকরা পুলিশের বাধায় সড়কে বসে পড়েছেন। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, যাত্রাপথে কদম ফোয়ারার সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ। এতে পল্টন থেকে প্রেস ক্লাবমুখী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষকরা সড়কে বসে স্লোগান দিতে থাকেন— “এক দফা, এক দাবি—এমপিওভুক্তি চাই”, “এমপিও না পেলে ঘরে ফিরব না।”

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, স্বীকৃতি পাওয়ার বহু বছর পরও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানান।

এদিকে আলোচনার জন্য শিক্ষকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছে বলে জানা গেছে।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ‘ফ্যাসিবাদের কিছু দোসর এখনো শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করছে। এই দোসরদের চিহ্নিত করে অপসারণ করতে হবে এবং অবিলম্বে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।’

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর