ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের ‘ঊর্ধ্বতন হিসাবরক্ষক’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় মোট ৮২০ জন প্রার্থী অংশ নেবেন।
এর মধ্যে অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও ম্যানেজমেন্ট বিষয়ে আবেদনকারী ৭১০ জনের পরীক্ষার কেন্দ্র আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, আর ব্যাংকিং, মার্কেটিং ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে আবেদনকারী ১১০ জনের কেন্দ্র হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।