ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, তবে হতাহতের কোনো খবর নেই।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর মিরপুরের বিআরটিএ এলাকা, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে, মৌচাক ক্রসিং, আগারগাঁও এডিবি ভবনের সামনে, কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের পর একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। কমলাপুর রেলস্টেশনের পাশে একটি কন্টেইনারেও আগুন লাগে। কিন্তু কোনো ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।