Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ও গোপালগঞ্জসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৪:২৬

বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও গোপালগঞ্জসহ ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত ১২ ও ১৪ নভেম্বর দুই দফায় রাজধানী ঢাকা ও এর আশেপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। ‌এ ছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর