ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় ট্রাক ধাক্কায় আব্দুর রশীদ (৭৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সারে ১২টার দিকে কোনাপাড়া বাসস্ট্যান্ডে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
মৃতের নাতি তাহসিন আহমেদ জানান, ডেমড়ার ডগাইরে তাদের নিজেদের বাসা। সকালে দাদী ফাতেমা বেগমকে নিয়ে বঙ্গবাজার সরকারী কর্মচারী হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রিকশায় বাসায় ফিরছিল তারা। কোনাপাড়া বাস স্ট্যান্ড এলাকায় রিকশা থেকে নেমে তার দাদা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক ধাক্কায় গুরুতর আহত হয়। পথচারীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।