Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৯

ঢাকা: রাজধানীর বংশালের কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের ভূমিকম্প হলে এই দুর্ঘটনা ঘটে।

বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভূমিকম্পের সময় হঠাৎ করে পঞ্চম তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন শিশু। আরেকজন ওই মেডিকেল কলেজেরই ৫২ব্যাচের শিক্ষার্থী। তার নাম রাফিউল। অপর একজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন

এছাড়া, রাজধানীর গাবতলিতে ছাদ ধসে গুরুতর আহত হয়েছেন তিনজন। আর গাজীপুরে ভবন থেকে নামতে গিয়ে গার্মেন্টের ৩০ কর্মী আহত হয়েছেন। ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের ৪ তলা থেকে লাফ দিয়ে চারজন ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটে।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

এদিকে, ইউরোপিয়ান ইএমএসসি বলছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড।

এছাড়া, গাবতলিতে ছাদ ধসে গুরুতর আহত হয়েছেন তিনজন। এদিকে, গাজীপুরে ভবন থেকে নামতে গিয়ে গার্মেন্টের ৩০ কর্মী আহত হয়েছেন।

সারাবাংলা/এমএইচ
বিজ্ঞাপন

লাঞ্চের আগে তাইজুলের ২ উইকেট
২১ নভেম্বর ২০২৫ ১২:০৪

ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহত
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৯

সশস্ত্র বাহিনী দিবস আজ
২১ নভেম্বর ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর