Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে ঢাবি শিক্ষার্থীসহ আহত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৭:২৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৮:২৮

ঢাকা: ঢাকার ভূমিকম্পে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ পাঁচজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, আহতরা ভবন থেকে লাফ দেয়ার বা মাথায় ইট পড়ে আহত হয়েছেন।

এদিকে আহত ঢাবি শিক্ষার্থী নুরুল হুদা (২৫) জানান, তিনি বিজয় হলের চারতলায় থাকেন। ঢাবির অর্থনীতি বিভাগে পড়াশুনা করেন। ভূমিকম্পের সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং চারতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে তার ডান পা ভেঙ্গে যায়। পরে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

আহত অপর শিক্ষার্থী জাহিদুর রহমান আশিক (২২) জানান, তিনি সূর্যসেন হলে থাকেন। ঢাবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে পড়াশুনা করেন। ভূমিকম্পের সময় হলের দুইতলা থেকে নিচে লাফিয়ে পরেন। এতে তার বাম পা ভেঙ্গে যায়।

আহত শিক্ষার্থী তানভীর আহমেদ (২০) জানান, তিনি ঢাবির মহসিন হলের চারতলায় থাকেন এবং অর্থনীতিতে পড়াশুনা করেন। ভূমিকম্পের সময় কিছু বুঝে উঠতে না পেরে চারতলা থেকে লাফিয়ে দুইতলায় পরে। এতে তার ডান হাত, ডান পা ভেঙ্গে যায় এবং চোখ ও কপালে আঘাত পান।

খিলগাঁও চৌধুরীপাড়া এলাকার গাড়ি চালক হারুন অর রশীদ (৫৫) বাম পাজরের হাড় ভেঙেছেন এবং মাথায় আঘাত পেয়েছেন।

এদিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন আবু বকর সিদ্দিক (৫৫) নামের মগবাজার মীরেরবাগ এলাকার একজন রিকশাচালক। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এখনো তার জ্ঞান ফেরেনি ও অবস্থা আশঙ্কাজনক।

আহতদের পরিবার জানায়, আবু বকর সিদ্দিক নির্মাণাধীন ভবনের পাশে দেয়াল ধসে গুরুতর আহত হন। হারুন অর রশীদ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন, তখন পাশের ছয়তলা থেকে দেয়াল ভেঙে পড়ে আহত হন।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
২২ নভেম্বর ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর