ঢাকা: কড়াইল বস্তির আগুন ১৬ ঘণ্টা পর নির্বাপণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় তারা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কড়াইল বস্তির আগুন আজ সকাল সাড়ে ৯টার দিকে নির্বাপণ সম্পন্ন হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত নেই। আর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
এদিকে, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে। সে সময় ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কড়াইল বস্তিতে আগুনের খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রওনা হয়। তবে সড়কে যানজটের কারণে প্রায় ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। এরপর একে একে ২০টি ইউনিট পৌঁছে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে।’
রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘কড়াইল বস্তির আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। ফায়ার সার্ভিসের গাড়ি সবগুলো আগুনের কাছাকাছি আসতে পারছে না। এই বিশাল এলাকায় পানির লাইন জোড়া দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে।’
পানির সংকট রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘পানির কোনো সমস্যা নেই। চারপাশে অনেক পানি আছে। কিন্ত প্রক্রিয়া করণ করে সেই পানির ব্যবস্থা করতে সময় লাগছে। নানাবিধ সমস্যার কারণে এখানে ফায়ার সার্ভিসের আসতে ৩৫ মিনিট দেরি হয়েছে।’
জানা গেছে, বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, কেউ হতাহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।