ঢাকা: তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ ঘটনার প্রতিবাদে কলেজ প্রাঙ্গণে নিহত সাকিবুলের গায়েবানা জানাযা, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা। তাদের দাবি- সংঘর্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রানা টানা চার দিন আইসিইউতে থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে মৃত্যু হয়।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সাকিবুল হাসান রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
তারা জানান, কলেজে জানাজা পড়ার অনুমতি না দেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বেড়েছে।