ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল হক (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের উপরে দুর্ঘটনাটি ঘটে। খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত পুলিশ সদস্যের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘রুবেল হক রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ মুগদা হাসপাতালে আছে।’
ময়নাতদন্তের জন্য রুবেলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।