Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫২

ঢাকা: আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ শীতার্ত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল বিতরণ) করেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা ঢাকার সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান।

ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সুলতান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, মুতাসিম বিল্লাহ সোহেলসহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে আর্তমানবতায় নিয়োজিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানামূখী সামাজিক কার্যাক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি উপস্থিত তরুণ প্রজন্মকে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের কার্যক্রম সমাজের সর্বত্র ছড়িতে দিতে আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর