Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ, এনসিপি নেতাকর্মীদের আটকে দিল পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫৩

ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর পূর্তিতে ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এর অংশ হিসেবে ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কর্মসূচি শুরু করলেও তা আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বাঁশতলায় ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কর্মসূচি শুরু করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার শতাধিক নেতাকর্মী। এ সময় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেন।

এরপর ব্যারিকেডে আটকে থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘কাঁটা তারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ইন্ডিয়া নো মোর’, ‘এক-দুই-তিন-চার, ইন্ডিয়া তুই হুঁশিয়ার’, ‘ভারতের গোলামী, চলবে না চলবে না’সহ নানান স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

মার্চ থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, ‘ভারত বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগের সময়। গুম-খুনের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে। শরিফ ওসমান হাদিকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে নগ্নভাবে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তারা আরও বলেন, ‘এখনো বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় হবে আগামী নির্বাচন। এই নির্বাচনে ওয়াশিংটন কিংবা মস্কো, বেইজিং ও দিল্লির কোনো হস্তক্ষেপ আমরা মানব না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর