বগুড়া: সারিয়াকান্দিতে ঘন কুয়াশায় পথ হারিয়ে যমুনা নদীর ডুবো চরে আটকে পড়া ৫০ জন বরযাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর টহলদল কালিতলা নৌঘাট থেকে তাদের উদ্ধার করে। সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর এমন বন্ধুত্বপূর্ণ আচরণ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা যায়, বুধবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে শাকিল আহমেদ (২৩) এর বিয়ে ছিল। বিয়ে উপলক্ষ্যে ৫০ জন বরযাত্রী নিয়ে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ সন্ধ্যায় তারা নৌকাযোগে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হন।
নৌকাটি যমুনার মাঝনদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি দিক হারিয়ে ডুবো চরে আটকে যায়। রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ সময় পথ খোঁজার চেষ্টা করলেও, কুয়াশার কারণে দিক ঠিক করতে না পেরে শেষ পর্যন্ত নৌকার মাঝি কালিতলা নৌঘাটে নোঙর করেন। তীব্র ঠান্ডায় কোনো উপায় না পেয়ে তারা কালিতলা নৌঘাটের খোলা একটি দোকানে আশ্রয় নেয়।
পরে সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের টহলদল তাদের দেখতে পেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় দেয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাদের বাড়িতে পৌঁছে দেন।
বরযাত্রীর নৌকায় থাকা আনোয়ারা বেগম (৬০) জানান, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে ঘন কুয়াশায় পথ হারিয়ে ডুবো চরে আটকে যায় নৌকা। পরে কোনো উপায় না পেয়ে নদীর পাড়েই আশ্রয় নিয়েছিলাম। এমন সময় সেনাবাহিনী আমাদের খোঁজ পেয়ে ক্যাম্পে নিয়ে আসে।