ঢাকা: ই-কমার্সভিত্তিক বিউটি ব্র্যান্ড সাজগোজ রাজধানীর খিলগাঁওয়ের তালতলা রোডে তাদের নতুন আউটলেট চালু করেছে। ফলে গ্রাহকদের জন্য বিউটি ও পার্সোনাল কেয়ারের পণ্য কেনাকাটা আরও সহজ ও সুবিধাজনক হবে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আউটলেটে একসাথে পাওয়া যাবে জনপ্রিয় বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্য, যা গ্রাহকদের প্রয়োজনীয় ও পছন্দের পণ্য বাছাইকে আরও সহজ করবে।
আউটলেট সম্প্রসারণের মাধ্যমে সারা দেশে গ্রাহকদের জন্য ব্র্যান্ডের কাছে পৌঁছানো আরও সহজ ও স্বাভাবিক করতে চায় সাজগোজ। সারা দেশে ব্র্যান্ড ও গ্রাহকদের মধ্যে কার্যকরী সংযোগ তৈরি করতে চায় সাজগোজ। সেইসঙ্গে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে অন্যতম বিশ্বস্ত বিউটি ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে প্রতিষ্ঠানটি।