Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘদিন পর উন্মুক্ত করে দেওয়া হলো আনোয়ারা উদ্যান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকা রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেট সংলগ্ন শহিদ আনোয়ারা উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এ তথ্য জানান।

প্রশাসক বলেন, ‘উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তবুও নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।’

তিনি জানান, এই উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই আমরা কাজ শুরু করব। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত উদ্যানটি খোলা রাখা যায় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

প্রশাসক এজাজ বলেন, ‘শহরের যেসব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যেসব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।’

অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, ‘আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যেসব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিষ্কার করে ফেলা হবে।’

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মেট্রোরেল নির্মাণ কাজের কারণে ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রায় ৭ বছর পর আজ এটি পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর