Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৫:১৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৬:৪১

ঢাকা: রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান গোলাপ শাহ মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকতো। সকালে মাজারের পাশে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ নামে একটি বাস ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক হেলপার পালিয়ে গেছে। ওই নারীর নাম সালেহা বেগম (৭৫)। তার বাবার নাম মৃত দোলোয়ার। গোলাপ শাহ মাজার এলাকায় থাকতেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর