ঢাকা: রাজধানীর উত্তরার ১১নম্বর সেক্টরের ৭ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এ সময় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাঈদ বলেন, নিহত তিনজন হলেন ফজলে রাব্বি, ৩৭, হারেস, ৫২ ও তার ছেলে রাহাব, ১৭।
তিনি বলেন, ‘আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার সেক্টর নম্বর-১১, রোড নম্বর-১৮ এর ৭ তলা ভবনের ২য় তলায় বাসা বাড়িতে আগুন লাগে। আমরা খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ১০টায় আগুন নির্বাপণ করা হয়।’
তিনি আরও বলেন, ফায়ার স্টেশনের ২টি ইউনিটের চেষ্টায় প্রায় আধাঘণ্টা পর ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।