Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ভবনে লাগা আগুনে ৩ শিশুসহ নিহত বেড়ে ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৬

উত্তরায় বহুতল ভবনে আগুন।

ঢাকা: রাজধানীর উত্তরার ১১নম্বর সেক্টরের ৭ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ১০ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরার ১১নম্বর সেক্টরের ৭ তলা ভবনে লাগা আগুনে তিন শিশু মারা গেছে। এছাড়া একজন নারী ও দুইজন পুরুষও মারা গেছে। এর মধ্যে নিহত তিনজন হলেন ফজলে রাব্বি, ৩৭, হারেস, ৫২ ও তার ছেলে রাহাব ১৭। বাকীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়। তিনি ওষুধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মরত ছিলেন। আর তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান। শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় গতরাতেই ছোট ছেলেকে নানীর বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসে। এরপর আজ সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা।

বিজ্ঞাপন

এদিন, সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম। তিনি বলেন, আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার টেক্টর নম্বর-১১, রোড নম্বর-১৮ এর ৭ তলা ভবনের ২য় তলায় বাসা বাড়িতে আগুন লাগে। আমরা খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই।

তালহা বিন জসিম বলেন, উওরা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ১০টায় আগুন নির্বাপণ করা হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর