Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসি জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডে প্রথম তৌহিদ রানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৬:০২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:২৪

ঢাকা: বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড অ্যান্ড ফেলোশিপ ২০২৫-এ টিভি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ রানা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুঁজিবাজারে স্বচ্ছতা, বিনিয়োগকারী সুরক্ষা এবং বাজারের অনিয়ম ও ঝুঁকি নিয়ে দুই পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তৌহিদ রানাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এছাড়া সংবাদপত্র, অনলাইন ও টিভি ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএসইসির কমিশনাররা, জুরি বোর্ডের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্বাচিত সাংবাদিকদের পাশাপাশি গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহ দিতে ফেলোশিপও প্রদান করা হয়।

উল্লেখ্য, তৌহিদ রানা দীর্ঘদিন ধরে টেলিভিশন সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। তিনি আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ‘ভোক্তা নিউজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ২০২৩-এ টিভি ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন। এছাড়া জুয়েলারি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছিলেন।

তার পুরস্কার হিসেবে গোল্ড মেডেল ও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া ২০২১ সালে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (বিসিসিসিআই-ইআরএফ) যৌথ মিডিয়া অ্যাওয়ার্ড জেতেন এবং ২০১৫ সালে রেডিও ক্যাটাগরিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান।

তৌহিদ রানা চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর