Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে পড়ে পথশিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৬:৪০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পরে সালমান (১২) নামে এক পথশিশু মারা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লক রংধনু বিল্ডার্সের নির্মাণাধীন ১০তলা ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, ‘সকালে খবর পেয়ে সি ব্লকের ওই ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার মাথায় আঘাত ছিল। তার নাম ছাড়া আর কোনো ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই শিশুটি পথশিশু। রাতের যে কোনো সময় ওই বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পরে মারা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর