Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই

সারাবাংলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ২২:১১

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান। ছবি: সংগৃহীত

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এম হাফিজ উদ্দিন খান আর নেই।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার উত্তরায় ১ নম্বর সেক্টরের নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। এম হাফিজ উদ্দিন খানের মামাতো ভাই লিয়াকত আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড়ের প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে হাফিজ খান। তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লিয়াকত আলী জানান, অবসর গ্রহণের পর থেকে উত্তরার বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। তিনি বলেন, ‘হাফিজ খানের মরদেহ উত্তরার বাড়িতে রয়েছে। দুই মেয়ে কানাডা থেকে আসার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে তাকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে এটা নিশ্চিত।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর