Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই যাত্রীর পাকস্থলিতে মিলল তিন হাজার পিস ইয়াবা


২১ মার্চ ২০১৯ ১৭:৩৫

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ওই দুইজনকে আটক করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সকালে মামুন মল্লিক (৩১) ও মো. জাবুল শেখ (৩০) নভোএয়ারের ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের পেট এক্স-রে করে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে মামুনের পেটে ছিল দুই হাজার পিস ইয়াবা আর জাবুলের পেটে ছিল এক হাজার পিস ইয়াবা।

পুলিশ জানিয়েছে, ওই দুইজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। মামুন নাজিরপুরের শাখারিকাঠির সালাম মল্লিকের ছেলে। অপর যাত্রী জাবুল রামনগরের মো. রব শেখের ছেলে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, জব্দ হওয়া ইয়াবার মূল্য ৯ লাখ টাকা। দুই আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসজে/একে

ইয়াবা শাহজালাল বিমানবন্দর

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর