Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর তিন রুটে রিকশা নিষিদ্ধ


৩ জুলাই ২০১৯ ১৬:২৭

ঢাকা: যানজট কমাতে ঢাকার তিন রুটে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রিকশা চলাচল নিষিদ্ধ হওয়া রুটগুলো হলো গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শাহবাগ মোড়, কুড়িল বিশ্বরোড থেকে সায়েদাবাদ রুট।

আগামী ৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বুধবার (৩ জুলাই) ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ-উত্তর) ও  ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি (ডিটিসিএ) এর সমন্বিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন বলেন, ‘রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য রাজধানীর সকল রুটের অবৈধ যানবাহন পর্যায়ক্রমে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে আমাদের বিশেষ কমিটি আগামী সপ্তাহে কাজ শুরু করবে।’

মেয়র জানান, রিকশা ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে ওই তিন রুটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ ও মেট্রোপলিটন পুলিশ  একসঙ্গে কাজ করবে। এই সিদ্ধান্তের কার্যকরিতা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়েও আগামী সপ্তাহে মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ১৯ জুন রাজধানীর ট্রাফিক ব্যবস্থা তদারকির জন্য সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন। যার সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় ডিটিসিএ’কে।

বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক রকিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘এই রুটগুলোয় রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এই রুটগুলোতে যে সব অবৈধ স্থাপনা আছে সেগুলোও উচ্ছেদ করা হবে। ঢাকা সিটি করপোরেশন এই কার্যক্রমে সমন্বয় করবে।’

সারাবাংলা/এসএ/একে

অবৈধ যানবাহন ডিএনসিসি ডিএসসিসি ফুটপাত রাজধানী ঢাকা রিকশা নিষিদ্ধ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর