Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের মৃত্যু


৬ জুলাই ২০১৯ ০৯:৩৪

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে কর্তব্যরত অবস্থায় বাসচাপায় ট্রাফিক পুলিশের একজন সহকারি উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। নিহত এসআইয়ের নাম খাইরুল ইসলাম(২৬)।

শুক্রবার (৬ জুলাই) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক রাত ৩ টায় খাইরুলকে মৃত ঘোষণা করেন।

ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ইবনে ফিরোজ জানান, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় কর্তব্যরত অবস্থায় ছিলেন খায়রুল। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খায়রুল ইসলামকে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয়দের কাছে শুনেছি ভৈরবগামী একটি বাস তাকে চাপা দিয়েছে।

তিনি আরও জানান, নিহত খাইরুল ডেমরা ট্রাফিক জোনে ট্রাফিকের সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিল। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।মৃত খাইরুল নীলফামারীর জেলার রামগঞ্জ উপজেলার দোগাছি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

এই দুর্ঘটনার বিষয়ে ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার সৈয়দ জিয়াউজ্জামান সারাবাংলাকে বলেন, আমরা এখনো হাসপাতালে আছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর  থানার সিসিটিভির ফুটেজ দেখন। সনাক্তের চেষ্টা করব কোন গাড়িটি খায়রুল ইসলামকে চাপা দিয়েছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর/জেডএফ

টপ নিউজ ট্রাফিক পুলিশ বাসচাপা মৃত্যূ


বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামের ৬ থানায় নতুন ওসি
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩

স্টারে ফ্রি অফার
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮

ওটিটিতে ’তুফান’ মুক্তির তারিখ ঘোষণা
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪

ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ
১০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর