Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি সমাজের একটি ব্যাধিতে পরিণত হয়েছে: ইকবাল মাহমুদ


৩০ নভেম্বর ২০১৯ ০৬:৩০

ঢাকা: দুর্নীতি এখন সমাজের একটি ব্যাধিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে “মেধাবী সন্তান সংবর্ধনা, ২০১৯”র প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, ‘তোমরা মনে-প্রাণে দুর্নীতিকে ঘৃণা করবে। দুর্নীতি এখন সমাজের একটি ব্যাধিতে পরিণত হয়েছে। শিক্ষা-স্বাস্থ্যসহ প্রায় সবক্ষেত্রেই দুর্নীতির প্রকোপ রয়েছে। নৈতিকমূল্যবোধহীন মানুষরাই দুর্নীতি করে। সুস্থ মানুষ দুর্নীতি করে না। দুর্নীতি অসুস্থ মানসিকতা। দুর্নীতির বিরুদ্ধে তোমরা এক একজন যোদ্ধা হবে।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শুধু সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না, প্রয়োজন জ্ঞান ও দক্ষতার সমন্বয়। তরুণদের আত্মতুষ্টি থাকলে চলবে না, ভালো কিছু করার চেষ্টাও থাকতে হবে। শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার মাধ্যমে কিছু করার সক্ষমতা থাকতে হবে।‘

তরুণ প্রজন্মের এসব মেধাবীদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘তোমরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। তোমাদেরকেই এদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তবে অহংবোধ যেন তোমাদের গ্রাস না করে। শিক্ষার মাধ্যমেই তোমাদের নৈতিক এবং অনৈতিক বিষয়গুলো জানতে হবে। অনৈতিকতার পাপ যেন তোমাদের স্পর্শ না করে। দেশে অনেক অবকাঠামো হচ্ছে। নি:সন্দেহে এগুলো উন্নয়ন। এই উন্নয়নকে টেকসই করতে হলে নৈতিকমূল্যবোধেরও উন্নয়ন ঘটাতে হবে। নৈতকতাহীন উন্নয়ন টেকসই হতে পারে না। তাই আসুন নৈতিকমূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা সবাই নিজেদের-কে আত্মনিয়োগ করি।‘

বিজ্ঞাপন

সরকারি কর্মকর্তাদের সন্তানদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসিতে ৫১, এইচএসসিতে ৬৪, এ লেভেল ৪ এবং ও লেভেলে ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অফিসার্স ক্লাব ঢাকা এর কল্যাণ ও সেবা উপ-কমিটির চেয়ারম্যান ও দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন খান, কল্যাণ ও সেবা উপকমিটির সদস্য সচিব মৌসুমী হাসানসহ প্রমুখ।

অনিয়ম. দুর্নীতি দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর