Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীর চরে দুটি প্লাস্টিক কারখানা পুড়ে ছাই


২৭ ডিসেম্বর ২০১৯ ০৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন (প্রতীকী ছবি)

ঢাকাঃ রাজধানীর কামরাঙ্গীর চর লোহার ব্রীজের ঢালে ছাতা মসজিদ এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর তা পুড়ে ছাই হয়েছে। আগুন পুড়ে যাওয়া প্লাস্টিক কারখানা দুটির মধ্যে একটিতে বদনা এবং অন্যটিতে প্লেট তৈরি করা হতো। কারখানা দুটির ছাউনির টিনসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে ২টার দিকে আগুনের সুত্রপাত হওয়ার পর ৬টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ আলী সারাবাংলাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সব পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এছাড়া কেউ হতাহত নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, কারখানা দুটির মালিক ছিলেন সুমন ও বাবুল নামে দুই ভাই। তারা দুজনে কেউ প্লেট বানাতেন আবার কেউ বদনা তৈরি করতেন। আশেপাশে আরও বেশ কয়েকটি প্লাস্টিকের কারখানা রয়েছে। এছাড়া কারখানার আশেপাশে আবাসিক এলাকা রয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে স্থানীয়রাও বাসা বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসে।

কান্না অবস্থায় বাবুল ও সুমন বলেন, রাত ১টার দিকে কারখানা বন্ধ করে বাসায় ফেরেন। এরপরই সংবাদ পান কারখানায় আগুন লেগেছে। এসে দেখেন সব পুড়ে ছাই। কারখানাটি ভাড়া নিয়ে প্লাস্টিক পণ্য তৈরি করছিলাম আমরা দুই ভাই। সব হারিয়ে এখন নিস্ব আমরা। একটু আগেও সব ঠিক ছিল। এখন কি করবো বুঝতে পারছি না।

 

 

 

 

আগুন কালসী টপ নিউজ বস্তি রাজধানী সংসদ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর