নারী দিবসে জননীর জন্য পদযাত্রা
৮ মার্চ ২০২০ ১৪:৪৪
ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল জননীর জন্য পদযাত্রা। জরায়ুমুখ ক্যানসার সচেতনতার অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন। দশটি ক্যানসার বিরোধী সংগঠনের মোর্চা ‘মার্চ ফর মাদার’ এর উদ্যোগ গ্রহণ করে। সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও ইউএনএফপিএ।
রবিবার (৮ মার্চ) সকাল দশটায় বিএসএমএমিউ এর বটতলায় সমাবেশ ও পরে জননীর জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।
সূচনা বক্তব্যে জননীর জন্য পদযাত্রার প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি)’র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে নারী ক্যানসার রোগীদের মধ্যে স্তন ক্যানসারের পরেই জরায়ুমুখের ক্যানসারের অবস্থান। প্রতি বছর ৮,০৬৮ জন নারী নতুন করে এই ক্যানসারে আক্রান্ত হন। আর নারী ক্যানসার রোগীর মধ্যে ৫,২১৪ জন অর্থাৎ প্রায় ১২ শতাংশ মারা যান।
এছাড়াও বিভিন্ন সংঠনের নেতারা সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধযোগ্য। ব্যাপক জনসচেতনতা ও সঠিক ক্যানসার স্ক্রিনিং কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব।
সভায় আরো বক্তব্য রাখেন ওজিএসবির পক্ষ থেকে অধ্যাপক সালেহা চৌধুরী, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের পক্ষে অধ্যাপক ডাঃ মালিহা রশিদ, সিসিইপিআর-এর পক্ষে মোসাররত জাহান সৌরভ, ওয়াইডাব্লিউসিএ-র পক্ষে মেরি মার্গারেট রোজারিও, ইএইচআরডি’র পক্ষে ক্যানসার সারভাইভার রোকেয়া রুমি ও মেডিসিন ক্লাবের পক্ষে আপন।
সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভিন এলিস ও তামাকবিরোধী জোটের অনন্যা রহমান বক্তব্য রাখেন। বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক শহীদুল্লাহ শিকদার ও রেজিষ্ট্রার অধ্যাপক এম এ হান্নান এবং ইউএনএফপিএ’র পক্ষে শামসুজ্জামান বক্তব্য রাখেন।
পদযাত্রায় আরও যোগ দেয় বাংলাদেশ তামাকবিরোধী জোট, ডাব্লিওবিবি ট্রাস্ট, টিসিআরসি অব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি , নারীপক্ষ, রোটারি ক্লাব অব ঢাকা কাওরানবাজার, রোটারি ক্লাব অব ঢাকা আরবানা ও ইনারহুইল ক্লাব অব ঢাকা কসমোপলিটান।
পদযাত্রাটি শেরেবাংলা নগর পর্যন্ত যেয়ে শেষ হয়। পথিমধ্যে তারা সহজ বাংলায় লেখা জরায়মুখ ক্যানসার বিষয়ক লিফলেট বিতরণ করবেন। এই লিফলেটে স্মার্টফোনের সাহায্যে কিউআর স্ক্যানারের মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দেখার ব্যবস্থা আছে।
পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, ল্যাব এইড, ধানমণ্ডি, কলাবাগান, রাপা প্লাজা, আড়ং, আসাদ গেট হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।