Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৪:১৮

নোয়াখালী: নোয়াখালী জেলায় তিনজনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধ করোনায় মারা গেছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। নিহত জেবল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে জেবল হক হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের এক জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, মারা যাওয়া ব্যক্তি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে তার করোনা শনাক্ত হওয়ার পর সন্ধ্যায় মৃত্যু হয়। এখন পর্যন্ত নোয়াখালীতে মোট তিন জনের করোনা শনাক্ত হয়েছে। কিট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা হয়নি।

সারাবাংলা/এমপি

করোনা মৃত্যু শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর