Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার বরুড়া উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৭:১৪ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৭:১৫

পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ৩টার দিকে পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত দুই শিশুর একজন সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং একই বাড়ির রিপন পোদ্দারের ৮ বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু দিঘীতে গোসল করতে নেমে গভীরে চলে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, তিনি এই ঘটনার বিষয়ে অবগত আছেন। একই বাড়ির দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে। থানা পুলিশের একটি দল বর্তমানে নিহতদের বাড়িতে অবস্থান করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো