Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে কোনো হাইব্রিডদের জায়গা হবে না: আহমেদ আযম খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৬:৫২

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।

টাঙ্গাইল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যহত করেছে। হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিডদের বিএনপিতে আর জায়গা পাবে না।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকমের কথা বলছে, কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। নানাজন নানাভাবেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেওয়া।’

বিজ্ঞাপন

তাই কতিপয় রাজনৈতিক নেতাদের বলবো আসুন, রাজনৈতিক মাঠে আসুন, এবার যদি আপনাদের জন সাড়া না দেয় ভবিষ্যতে আপনাদেরকে জনগণ সাড়া দিতে পারে। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমরা তো দেখছি যারা নির্বাচনে জয়ী হতে পারবে না। সেই ধরনের কতিপয় রাজনৈতিক দল যারা বিভিন্ন ইস্যুতে নির্বাচন যাতে না হয় অথবা পিছিয়ে যাই সেই চেষ্টা করছে। এই ধরনের ষড়যন্ত্র দেশের জন্য ক্ষতি করবে। কাজেই আসুন আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ও সমৃদ্ধিতে কাজ করি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি

আহ‌মেদ আযম খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর