Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবু‌কে পোস্ট, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৫:৫৫

স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল ইসলাম রবিন।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জুলাই আন্দোলন নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করার অভিযোগে রাকিবুল ইসলাম রবিন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।

আটক রবিন সদর উপজেলার বটতৈল এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি বটতৈল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, কয়েকদিন আগে রবিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জুলাই আন্দোলন নিয়ে কটুক্তি করে পোস্ট দেন। এ বিষয়ে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে রবিনকে আটক করা হয়েছে। রবিন ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটুক্তির বিষয়টি স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের এক বছর ফেসবুকে কটুক্তি