।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ: দেশের স্বনামধন্য সাংবাদিক নেতৃবৃন্দ ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর সদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে স্থানীয় হোটেলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
উক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও সভাপতি প্রার্থী ওমর ফারুক, মহাসচিব প্রার্থী সাবান মাহমুদ, সহ-সভাপতি প্রার্থী সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ প্রার্থী দীপ আজাদ এবং যুগ্ম মহাসচিব প্রার্থী রফিকুল ইসলাম সবুজ। সভায় সকলেই সঠিক নেতৃত্ব দিয়ে আগামীর পথচলা সুন্দর করার আশ্বাস দেন। তারা সাংবাদিকদের রুটি-রুজির সংগঠন বেগবান করতে সকলের সহযোগিতা ও সমর্থন আশা করেন। এ সময় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন এমইউজে’র সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা।
সারাবাংলা/এনএইচ/জেএএম