Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই শহিদ দিবসে’ বেরোবিতে যাচ্ছেন ৪ উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১০:২৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১০:৫৩

অন্তর্বতী সরকারের চার উপদেষ্টা। ছবি: সংগৃহীত

রংপুর: বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’ আগামী ১৬ জুলাই পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে আসবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। তারা হলেন— আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক।

বিজ্ঞাপন

প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়া আরও ২১ জন শহিদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

সারাবাংলা/এমপি

আবু সাঈদ উপাচার্য বেরোবি বৈষম্যবিরোধী আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর