Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১২:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৩:৪৮

কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা।

কুষ্টিয়া: বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পৌর পরিচ্ছন্নতাকর্মীরা। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। একজন দিনমজুরের দিন হাজিরা ৫০০ টাকা। কিন্তু তারা ময়লা আবর্জনার কাজ করেও হাজিরা পান ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করে তারা। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বার মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

সারাবাংলা/এমপি