Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার মানুষ দেখবে: আসিফ নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৫:১১

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রংপুর: অন্তর্বর্তী সরকারের আমলেই জনগণ শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখবে দেশবাসী বলে আশ্বস্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমি যেখানেই যাই সবাই খালি একটা প্রসঙ্গই বলেন বিচার কবে হবে— আমি এইটুকু নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কারো কোনো গাফিলতি নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিচারকার্য সম্পাদন করা এত সহজ বিষয় নয় যে চাইলেই করে ফেললাম কারণ একটা গ্রহণযোগ্যতার বিষয় থাকে। আমরা চেয়েছি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হয় এমন একটা বিচার প্রক্রিয়া উপহার দিতে।’

চীনের দেওয়া এক হাজার সজ্জা বিশিষ্ট হাসপাতাল প্রসঙ্গে আতিফ নজরুল বলেন, ‘এই হাসপাতালকে কেন্দ্র করে একটা হেলথ সিটিতে রূপান্তর করার পরিকল্পনা আছে প্রধান উপদেষ্টার। লালমনিরহাটে যে বিমানবন্দর আছে সেটা সর্বাধুনিক হারে রূপান্তর করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আসিফ নজরুল বলেন, ‘রংপুরের মানুষ অধিকার থেকে বঞ্চিত আবার তারা সাদাসিদে মানুষ। কিন্তু রংপুরের স্বার্থের ব্যাপারে আপনারা প্লিজ আর সাদাসিধে ভালো মানুষ থাকবেন না। রংপুরের অধিকার বুঝে নিবেন। সুষম উন্নয়ন করতে হবে কারণ এটা আমাদের সংবিধানের ধারা। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আছে এটি। ইনশাল্লাহ রংপুরের বিজয় সুনিশ্চিত।’

সারাবাংলা/এমপি

আবু সাঈদ উপদেষ্টা আসিফ নজরুল বিচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর