Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর দুই হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২০:১৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আকবর আলী শেখ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে চাঞ্চল্যকর এ দুটি মামলার রায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের কাশেম আলীর ছেলে স্বাধীন আলী ও চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার মরহুম বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক। তাদেরকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই মামলায় পাঁচজনকে বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ বিচারক। অপর মামলায় দিনমজুর বাবলু রহমানকে হত্যার দায়ে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে জমির উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালার চাঞ্চল্যকর ঠিকাদার কামাল হোসেনকে (৬৩) ২০২২ সালের ৯ মে রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী তার বাড়ী থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে মারপিট করলে তিনি গুরুতর জখম হন। এরপর কামাল হোসেন বাড়ী ফিরে না আসায় তার স্ত্রী বাড়ীর বাইরে বের হলে তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে কামালকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক, কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (নিরস্ত্র) ইকরামুল হোসাইন ৭ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আসামী স্বাধীন আলী ও আশিকুর রহমান আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান্দবন্দী দেন।

এ মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমানে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের উপস্থিতিতে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। বাদী পক্ষের পিপি মারুফ সরোয়ার বাবু ও বিবাদী পক্ষের অ্যাডভোকেট আতিয়ার রহমান মামলা পরিচালনা করেন।

এদিকে, একই আদালতে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের দিনমজুর কৃষক বাবলু রহমানকে (৪৫) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৬ জুন বেলা পৌনে ১১টার দিকে পূর্ব শক্রতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। বাবলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে জীবননগর থানার সহকারী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈকত পাড়ে জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামের মরহুম ইব্রাহিম মন্ডলের ছেলে জমির উদ্দিনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২১ জনের মধ্যে ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞবিচারক মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মারুফ সরোয়ার বাবু ও এ্যাডভোকেট মর্তুজান।

সারাবাংলা/এমপি

মৃত্যুদণ্ড হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর