Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনপিসির নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২০:১৯

গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

খুলনা: গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টায় গাড়িবহর নিয়ে তারা খুলনা প্রবেশ করেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে অবস্থান করছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপুর সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ হামলায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ
১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮

আরো

সম্পর্কিত খবর