ফরিদপুর: জুলাই অভ্যুত্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে ফরিদপুর সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা, পথসভা, জুলাই শহিদদের স্মরণ ও পার্টি অফিসের উদ্বোধন করা হবে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানান ফরিদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা।
এ সময় গোপালগঞ্জে পদযাত্রা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, শহিদদের রক্তে কেনা বাংলাদেশ যেমন কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তেমনি গোপালগঞ্জ কারো নিজের না। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের প্রতিহত করতে সারা দেশের জনগনকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে মার্চ করার কথা উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, ডাক্তার বাইজিদ হাসান শাহেদ ও কামাল হুসাইন, জেলা শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু, এনসিপি জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক, হাবিবুর রহমানসহ আরও অনেকে।