Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে শিক্ষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ০৯:৫৩

বরিশাল: বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নগরীর করিম কুটির মসজিদ গলির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহিউদ্দিন বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, করিম কুটির মজিদ গলির স্মরণিকা ভিলার নিচ তলায় ভাড়া বাসায় একা বসবাস করতেন। স্থানীয়রা তাকে বাসার মধ্যে দুপুরের পর থেকে বিছানায় শুয়ে থাকতে দেখেন। রাত পর্যন্ত একই অবস্থায় শুয়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি তাদের জানান। তারা গিয়ে খাটের ওপর মৃত অবস্থায় পেয়েছেন। পরে তারা মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কেউ যদি কোনো অভিযোগ দেয় সেই অনুযায়ী তদন্ত করা হবে।

মহিউদ্দিনের বড় ভাই বরিশাল জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জসিমউদ্দীন বলেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের দুর্নীতিসহ নানা অনিয়ম নিয়ে তার ভাইয়ের সঙ্গে বিবাদ ছিল। কিছুদিন আগে স্কুলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি। এজন্য তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ করার কারণেই তাকে হত্যা করা হয়েছে।

আরেক ভাই বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তার ভাইকে হত্যার ঘটনায় মামলা করা হবে।

সারাবাংলা/এমপি

মরদেহ শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর