খুলনা: খুলনায় ঘরে তৈরি দেশি মদ খেয়ে পাঁচজনের মৃত্যুর পর মোসলেম আলি (৭৮) নামে মদ তৈরিকারক ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের বাড়ি থেকে শেখ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মোসলেম আলি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। মাতৃশোধন হোমিও ফার্মাসি নামে তার একটি ওষুধের দোকান রয়েছে। এর আড়ালে তিনি বাড়িতে বসে বিভিন্ন উপকরণ দিয়ে মদ তৈরি করতেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।