Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৫:৫৯

শিয়াল।

নেত্রকোনা: নেত্রকোনার মদনে এক শেয়াল রাতে অন্তত ১৭ জনকে কামড়ে আহত করেছে। আহত ১৫ জনকে মদন উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকী দুজন সম্পর্কে কিছু জানা যায়নি। বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে মদন উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ালের কামড়ে আহতদের মধ্যে ১৫ জন চাঁনগাও গ্ৰামের বাসিন্দা। তারা হলেন, শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), তন্নী আক্তার (১০), মোরসালিন (১৭), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০), লিটন মিয়া (২৫)।

বিজ্ঞাপন

ভুক্তভোগী চানগাঁও গ্রামের এরশাদ মিয়া বলেন, ‘আমি গ্ৰামের এক অনুষ্ঠান শেষে বাড়িতে পৌঁছা মাত্র দৌড়ে এসে আমার পেছন দিক থেকে পায়ে কামড়ে ধরেছে এক শেয়াল। চিৎকার শুনে বাড়ির লোকজন দৌঁড়ে এলে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এখন এলাকার মানুষ সবার ভেতরে শেয়ালের আতঙ্ক দেখা দিয়েছে।’

এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্বাস আলী বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত ১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এলাকাবাসীকে নিরাপদে চলাফেরা করা প্রয়োজন। শেয়ালের কামড়ে আহত হলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসা উচিত।

সারাবাংলা/এমপি