Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৬:৪১ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:০৫

জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে তিন জ‌নের মৃত‌্যু।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে উভ‌য়প‌ক্ষের সংঘ‌র্ষে তিন জ‌ন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।  আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হ‌লেন, আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয়প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

বিজ্ঞাপন

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/এমপি