খুলনা: খুলনায় ছাতা তৈরির কারখানায় ভয়াবহ অগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে বড় মির্জাপুর এলাকায় রহমান ছাতা কোম্পানির বহুতল ভবনের গোডাউনে এ অগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের ফুলকি দেখতে পান তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দিলে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, ‘ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় দ্রুত ভেতরে প্রবেশ করা যায়নি। এছাড়া ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতেও সময় লেগেছে।’