Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ০৯:০৯

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরে গ্যাস বিতরণ লাইনের নির্মাণ কাজের জন্য শুক্রবার (২৫ জুলাই) বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ৮ ইঞ্চি ৬৩২ মিটার বিতরণ লাইন নির্মাণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সিগঞ্জ ও এর আশেপাশের এলাকার বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সারাবাংলা/এনএল/এমপি

গ্যাস গ্যাস সরবরাহ বন্ধ তিতাস গ্যাস মেরামত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর